ঢাকা, শুক্রবার, ৩ মে, ২০২৪

টাকা বানানোর মেশিন ছিলাম: রিমি

অভিনেত্রী রিমি সেন। ভারতের একাধিক ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন।


সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন রিমি সেন। এতে সিনেমা জগত থেকে বিরতি, আর্থিক সমস্যা ও সিনেমা নিয়ে তার চিন্তাভাবনার কথা তুলে ধরেছেন।


মাত্র ১৪ বছর বয়সে সিনেমায় কাজ শুরু করেন রিমি। শুরুতে শুধু টাকার জন্যই কাজ করতেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘আমি ছোটবেলাতেই কাজ শুরু করি। তখন স্কুলে পড়তাম। সংগ্রাম করতে হয়েছে কারণ অনেক ছোট থাকতেই আর্থিক সমস্যায় পড়েছিলাম। তখন তো কাজ করতাম। আমি ছিলাম টাকা বানানোর মেশিন। আমার লক্ষ্য ছিল টাকা উপার্জন এবং আর্থিকভাবে স্বচ্ছ্বল হওয়া। তখন এটি খুবই চমৎকার একটি প্ল্যাটফর্ম ছিল। আমি তারকা খ্যাতি কিংবা মনোযোগ চাইনি। কখনো তা চাইনি। মুখে মেকআপ দিয়ে পাপারাজ্জিদের ক্যামেরার সামনে দাঁড়ানোর চেয়ে ক্যামেরার পেছনে প্রযোজক অথবা পরিচালক হিসেবেই বেশি খুশি।’


স্কুলে পড়ার সময়ই বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওতে কাজ করেছেন রিমি। তবে সব সময়ই নিজের পছন্দকে গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, ‘আমার যখন পছন্দ হয়নি কাজ করিনি। এখন আমার পছন্দ হয়েছে করছি। যদি কখনো আমার পছন্দ না হয় আবার চলে যাব। আমি গর্বিত যে, নিজের মতো করে জীবনযাপন করি। আমার দিকে কেউ আঙুল তুলে কথা বলতে পারবে না। পরিস্কার স্লেট নিয়ে বের হয়েছি যেন পরিস্কারভাবে ফিরতে পারি।’


বিগ বস রিয়েলিটি শো ব্যতীত কোনো সিনেমা টাকার জন্য করেছেন কিনা প্রশ্ন করা হলে এই অভিনেত্রী বলেন, ‘আমি হর্ন ওকে প্লিজ সিনেমা টাকার জন্য করেছিলাম। এই একটা সিনেমার কথাই আমার মনে পড়ে যেটি শুধু টাকার জন্যই করেছি। অন্য সব সিনেমাগুলো ভালো ছিল।’

ads

Our Facebook Page